ছবি : পুলিশ
বাংলাদেশ পুলিশের সাবেক দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর একটি মামলার রায়ের ভিত্তিতে তাদের পুনর্বহালের আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর মামলা নম্বর ৩৩/২০১৭ এর ৩ সেপ্টেম্বরের রায় অনুসারে সাবেক অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তিনি তার প্রাপ্য বেতন, ভাতা এবং অবসরজনিত আর্থিক সুবিধা পাবেন।
অন্যদিকে, পৃথক আদেশে উল্লেখ করা হয়েছে যে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর আরেকটি মামলার রায় অনুসারে সাবেক অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব আলমকে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। তিনিও আদালতের নির্দেশ অনুযায়ী তার সব প্রাপ্য আর্থিক সুবিধা পাবেন।
উল্লেখ্য, জনমুখী ও দক্ষ পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে গঠিত ‘পুলিশ সংস্কার কমিশন’-এর অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মো. সাজ্জাত আলী।
মতামত