সারাদেশ

তাড়াশে বিক্রির সময় দুই পাখি বি‌ক্রেতা‌কে ১০ হাজার টাকা জড়িমানা

তাড়াশে বিক্রির সময় দুই পাখি বি‌ক্রেতা‌কে ১০ হাজার টাকা জড়িমানা

ছবি : পাখি গুলো মুক্ত করে দিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান


প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, বিকাল ৫:১৪ আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:১৩

সিরাজগঞ্জের তাড়াশ বাজারে বিক্রির সময় দুই পাখি বি‌ক্রেতাকে ১০ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

রবিবার (১৭ ন‌ভেম্বর) সকালে এটনা‌টি ঘ‌টে, তাড়াশ পৌর বাজারে। পাখি বিক্রিরত অবস্থায় ২ জন‌কে আটক করে ভ্রাম্যমান আদালত। জানা যায়, আটক ব‌্যক্তিরা বি‌ভিন্ন গ্রাম‌ের শিকা‌রির নিকট থে‌কে পা‌খি ক্রয়ক‌রে বি‌ভিন্ন বাজা‌রে বি‌ক্রি ক‌রে। এর ধারাবা‌হিকতায় তারা আজ তাড়াশ বাজা‌রে পা‌খি বি‌ক্রি কর‌তে আ‌সে।

আটককৃতরা হলেন উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের মাগুরা গ্রামের আব্দুল করিম (৪৫) ও নাজির উদ্দিন (৪৩)।

পরবর্তী‌তে, তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান, রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ সুপারভাইজার সরোয়ার হোসেন ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত তাদের প্রতি জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জড়িমানা করেন।

এ সময় তাদের নিকট থেকে পাওয়া বক, বালিহাঁস ও রাতচরা পাখি গুলো মুক্ত করে দেয়া হয় এবং পাখি শিকার না করার শর্তে মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। 

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান বলেন, পাখি শিকার দন্ডনীয় অপরাধ। পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।