ছবি : অনলাইন
পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জিতল অজিরা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা, এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করেছে সিরিজ জয়।
sjs সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই অজি ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক এবং ম্যাথু শর্ট। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রকেটের গতিতে রান উঠেছে দলের বোর্ডে। দলীয় ৫২ রানের মাথাতে ভেঙেছে দুজনের উদ্বোধনী জুটি। ৯ বলে ২০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ফ্রেজার-ম্যাকগার্ক। একই ওভারে ফিরেছেন অধিনায়ক জশ ইংলিশ। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি।
দারুণ খেলতে থাকা ম্যাথু শর্ট ফিরেছেন পরের ওভারে। হুট করেই যেন ধস নামতে শুরু করে অজিদের ইনিংসে। ১৭ বলে ৩২ রানের ইনিংস খেলে বিদায় নেন শর্ট। দ্রুত ৩ উইকেট হারিয়ে অজিদের রানের গতি কমে আসে অনেকটাই। মার্কাস স্টয়নিস এবং গ্লেন ম্যাক্সওয়েল মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দুজনই এগিয়েছেন ধীর ব্যাটিংয়ে।
১৫ বলে ১৪ রান করে আউট হন স্টয়নিস। অন্যদিকে ম্যাক্সওয়েল বিদায় নিয়েছেন ২১ বলে ২০ রানের ইনিংস খেলে। সুবিধা করতে পারেননি টিম ডেভিডও। ১৯ বলে ১৮ রানের ইনিংস খেলে বিদায় নেন ডেভিড।
ব্যাট হাতে ভালো শুরু পেয়েছিল অস্ট্রেলিয়া।
শেষ দিকে কিছুটা লড়াইয়ের চেষ্টা চালিয়েছেন অ্যারন হারডি। ২৩ বলে ২৮ রানের ইনিংস খেলে একদম শেষ ওভারে আউট হয়েছেন হারডি। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রানের পুঁজি দাঁড় করায় অস্ট্রেলিয়া।
পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন হারিস রউফ। মাত্র ২২ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ৩ উইকেট নেন আব্বাস আফ্রিদি। ২ উইকেট তুলেছেন সুফিয়ান মুকীম।
ছন্দে ছিলেন পাকিস্তানের বোলাররাও।
জবাব দিতে নামা পাকিস্তানের শুরুটাও খুব একটা ভালো হয়নি। এদিন দলের হয়ে ওপেনিংয়ে নামেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। দলের ১২ রানের মাথায় থেমেছে দুজনের উদ্বোধনী জুটি। ৩ বলে ৩ রান করে সাজঘরে ফিরে যান বাবর। তিনে নামা সাহিবজাদা ফারহানও সুবিধা করতে পারেননি। ১০ বলে ৫ রান করে আউট হন তিনি।
এরপর অধিনায়ক রিজওয়ানের সাথে যোগ দেন উসমান খান। সাবধানী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন দুজন। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রান তোলে পাকিস্তান। ধুঁকতে থাকা রিজওয়ান বেশি দূর আগাতে পারেননি। ২৬ বলে ১৬ রান করে বিদায় নেন রিজওয়ান। ঠিক পরের বলেই আউট হন সালমান আলী আঘা। গোল্ডেন ডাক মেরেছেন পাকিস্তানের সহ-অধিনায়ক।
উসমান এক প্রান্ত আগলে খেলতে থাকেন। তবে আরেক প্রান্তে তেমন কেউ দাঁড়াতে পারছিলেন না। কার্যকরী ব্যাটিংয়ে প্রচন্ড চাপের মুখে দারুণ এক ফিফটি হাঁকান উসমান। দলের ১০২ রানের মাথায় আউট হওয়ার আগে খেলেছেন ৩৮ বলে ৫২ রানের ইনিংস।
ক্যারিয়ারসেরা বোলিং জনসনের।
উসমানের বিদায়ের পর আর বেশিক্ষণ টেকেনি পাকিস্তানের ইনিংস। টপাটপ উইকেট হারাতে থাকে তারা। একদম শেষ ওভারে গিয়ে ১৩৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ২৮ বলে ৩৭ রানের লড়াকু ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন ইরফান খান। ১৩ রানের সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের সাথে জিতে নিয়েছে সিরিজটাও।
অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট শিকার করেন স্পেনসার জনসন। ২ উইকেট তোলেন অ্যাডাম জাম্পা। ১ উইকেট নিয়েছেন জাভিয়ের বার্টলেট।
এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে অজিরা। তিন ম্যাচের সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া
মতামত