সারাদেশ

‌প্রতারক ছে‌লের ঋ‌ণের বুঝা মা‌য়ের কা‌ধে; আত্মহত‌্যার হুম‌কি অসহায় মা‌য়ের 

‌প্রতারক ছে‌লের ঋ‌ণের বুঝা মা‌য়ের কা‌ধে; আত্মহত‌্যার হুম‌কি অসহায় মা‌য়ের 

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ মে ২০২৪, বিকাল ৪:০০

বি‌দে‌শে যাওয়ার না‌ম ভাঙ্গি‌য়ে মা‌কে দি‌য়ে সা‌ড়ে ৫ লাখ টাকা ঋণ ক‌রে লাপাত্তা, ছে‌লের খো‌জে দি‌শেহারা মা। ছে‌লের করা ঋ‌নের চা‌পে আত্মহত‌্যার হুম‌কি অসহায় মা‌য়ের। দ্বা‌রে দ্বা‌রে খু‌জে ফির‌ছেন প্রতারক ছে‌লে‌কে। অসহায় মা‌য়ের দা‌বি তার প্রতারক ছে‌লে‌কে খু‌জে পে‌লে, তার জ‌ন্যে করা ঋণ প‌রি‌শোধ ক‌রলে তি‌নি মান‌সিকভা‌বে শা‌ন্তি পা‌বেন। আর পাওনাদার‌দের কাছে হেনস্তার স্বীকার হ‌বেন না। য‌দি তা না হয়, তাহ‌লে তার আত্মহত‌্যার পথ বে‌ছে নেওয়া ছাড়া আর কোন উপায় নেই।   প্রতারক ছে‌লের নাম ছৈয়দ আলম। তার বাড়ী রামু উপ‌জেলার র‌শিদ নগর ইউ‌নিয়‌নের জে‌টি রাস্তা গ্রা‌মে। ছৈয়দ আলম বি‌দে‌শে যাওয়ার নাম ভাঙ্গি‌য়ে মা‌য়ের মাধ‌্যমে আত্বীয় স্বজন ও বেসরকা‌রি এন‌জিও সংস্থার কাছ থে‌কে সা‌ড়ে ৫ লাখ টাকা ঋণ করায়। সেই টাকা গু‌লো হা‌তি‌য়ে নি‌য়ে গত ৬ মাস ধ‌রে লাপাত্তা প্রতারক ছৈয়দ আলম।   এক‌দি‌কে ঋ‌ণের বুঝা, অন‌্যদি‌কে গত ৬ মাস ধ‌রে ছে‌লের কোন খোজ খবর না পে‌য়ে অসহায় মা। ঋ‌ণের বুঝা সই‌তে না পে‌রে আত্মহত‌্যার পথ বে‌ছে নি‌চ্ছে।   সংবাদ কর্মীর মু‌টো‌ফো‌নে ছৈয়দ আলম প্রতারনার কথা স্বীকার ক‌রেন। পরবর্তী‌তে ব‌্যস্ততা দে‌খি‌য়ে ফোন কে‌টে ‌দেই।   ছে‌লের প্রতারনার স্বীকার অসহায় মা, ঋ‌ণের বুঝা সই‌তে না পে‌রে আত্মহত‌্যার ম‌তোন ক‌ঠিন সিদ্ধান্ত নি‌তে যা‌চ্ছে ব‌লেও জানান প্রতি‌বেদক‌কে।   এলাকাবাসীর দা‌বি ছে‌লের জ‌ন্য ঋণ ক‌রে প্রতা‌রিত হ‌চ্ছে অসহায় মা। না পার‌ছে ঋ‌ণের টাকা প‌রি‌শোধ কর‌তে, না পার‌ছে প্রতারক ছে‌লে‌কে পাওনা‌দার‌দের হা‌তে তু‌লে দি‌তে। সব কুল হা‌রি‌য়ে অসহায় মা‌য়ের আর্তনা‌দে চা‌রি‌দে‌ক ভা‌রি হ‌য়ে আস‌ছে দিন দিন। প্রতারক ছে‌লের কার‌নে ক‌ঠিন সিদ্ধান্ত নি‌তে পা‌রেও ব‌লেও জানা যায়।