ছবি : তানজিন তিশা
নাটকের জনপ্রিয় মুখ তানজিন তিশা সাম্প্রতিক সময়ে ছোটপর্দার কাজ কমিয়ে দিলেও অভিনয়ে তার ভিন্নতা ও নতুনত্ব এখনো দর্শকদের মুগ্ধ করছে। সিনেমায় অভিনয়ের প্রস্তুতির কারণে নাটকে কাজ কমিয়ে দিলেও ভালো গল্প ও চরিত্র পেলে তা গ্রহণ করছেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘খুনসুঁটি’, যেখানে তার বিপরীতে আছেন খাইরুল বাসার। কুস্তি পরিবারকে ঘিরে আবেগময় গল্পে নির্মিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। নাটকটির ভিন্নধর্মী গল্প দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
নাটকটির প্রসঙ্গে তানজিন তিশা বলেন, নাটকটির গল্প একেবারেই ভিন্ন ধরনের। এতে একটি পরিবারের আবেগ, সম্পর্ক ও ভালোবাসার চমৎকার মিশেল রয়েছে। দর্শকরা নতুনত্ব খুঁজে পান এমন গল্পে, তাই এই নাটকে কাজ করেছি। ভালো গল্প ও চরিত্রে হাজির হতে সব সময় চেষ্টা করি।
অভিনয়ের পাশাপাশি তানজিন তিশা ওয়েব সিরিজে মনোযোগী হয়েছেন। এরই মধ্যে ‘পুতুল সংসার’ নাটকে সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন। সিনেমায় অভিনয়ের খবর দিলেও বিস্তারিত কিছু জানাননি তিনি।
মতামত