খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক  ওয়েস্ট ইন্ডিজ।

ছবি : ফটো অনলাইন


প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৪, সকাল ১১:৫৮ আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, সকাল ১১:৫৯

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক  ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে দলে নেই তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার। তার পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন অ্যান্ডারসন ফিলিপ। এছাড়াও দলে ফিরেছেন কেভিন সিনক্লেয়ার ও শামার জোসেফ।

সিনক্লেয়ার দলে ফিরেছেন আরেক স্পিনার ব্রাইন চার্লসের জায়গায়। দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্যাচ খেলার সুযোগ পাননি এই স্পিনার। সিনক্লেয়ার এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ২টি, উইকেট নিয়েছেন ৪টি। তবে দলে জায়গা পাননি গুড়াকেশ মোতি।

ওয়েস্ট ইন্ডিজ সবশেস টেস্ট খেলেছে গত আগস্টে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজে প্রোটিয়াদের কাছে ১-০ ব্যবধানে হেরেছে ক্যারিবিয়ানরা।

অন্যদিকে বাংলাদেশও নেই তাদের সেরা ফর্মে। টানা দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। চোটের কারণে এই সিরিজে বাংলাদেশ দল মূল দুই ক্রিকেটারকে পাচ্ছে না। মুশফিকুর রহিম ছিটকে গিয়েছিলেন আগেই। এরপর অধিনায়ক নাজমুল হোসেনও ছিটকে গেছেন।

২২ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ নর্থ সাউন্ডে। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:

ক্রেইগ ব্রাফেট, জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।