খেলাধুলা

অসট্রলিয়ার নারী দরলের সাথে অস্ট্রলিয়ার মাঠে খেলবে আফগান নারী দল

অসট্রলিয়ার নারী দরলের সাথে অস্ট্রলিয়ার মাঠে খেলবে আফগান নারী দল

প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৪, সকাল ৭:২১ আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, সকাল ৯:২২

আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা নেওয়ার পর থেকে আফগানিস্তানে নারীদের খেলাধুলা বন্ধ আছে। নারী দলের খেলা বন্ধ রাখার কারণে আফগানিস্তান পুরুষ দলের সাথে সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার নিজেরাই আফগান মেয়েদের ক্রিকেট খেলার সুযোগ করে দিতে যাচ্ছে সিএ। 

আফগানিস্তানে বন্ধ আছে নারীদের ক্রিকেট। 

আগামী ৩০ জানুয়ারি আফগানিস্তান নারী একাদশ এবং ক্রিকেট উইথআউট বর্ডার একাদশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে জাংশন ওভালে। নারীদের অ্যাশেজের ঠিক আগে আয়োজন করা হবে এই ম্যাচ। অস্ট্রেলিয়ান সরকারের সহযোগিতায় এই ম্যাচ আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছে সিএ।

আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে নারীদের ক্রিকেট দল গঠন এবং নারী ক্রিকেটের কার্যক্রম চালু রাখা একটি আবশ্যক ব্যাপার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড সেই উদ্যোগ নিয়েছিলও। তবে ২০২১ সালে তালেবানরা ক্ষমতায় আসার পর সবকিছু বন্ধ হয়ে যায়। আফগান বোর্ডের সাথে চুক্তি করা নারী ক্রিকেটারদের অনেকেই পালিয়ে চলে যান অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ায় অবস্থান করা এসিবির চুক্তির আওতায় আসা ১৭ জন নারী ক্রিকেটার কয়েক দিন আগে আইসিসির কাছে একটি চিঠি লিখেছিলেন। সেখানে অস্ট্রেলিয়াতে আফগান নারীদের নিয়ে একটি শরনার্থী দল গঠন করার অনুরোধ জানিয়েছিলেন 

তবে আইসিসি এখনও তাদের ডাকে সাড়া দিয়ে কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি। অস্ট্রেলিয়া সরকারের সাহায্যে উদ্যোগ নিয়েছে সিএ। গত ১২ নভেম্বর অস্ট্রেলিয়া ইউনিসেফের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সিএ। লিঙ্গ সমতা রক্ষায় ইউনিসেফের ক্যাম্পেইন “প্রতিটি মেয়ের খেলতে না পারা পর্যন্ত” বাস্তবায়নে কাজ করবে দুই পক্ষ।