সারাদেশ

গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের এডহক কমিটি গঠন

গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের এডহক কমিটি গঠন

ছবি : অধ্যাপক আব্দুর রহিম ও আব্দুল বারিক খোন্দকার


প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৪, রাত ৯:১০ আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, রাত ৯:৫৫

সিরাজগঞ্জ জেলার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত হয়েছেন তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি

অধ্যাপক আব্দুর রহিম ও ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারিক খোন্দকার ।

এডহক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র কলেজের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা।

গতকাল ১৫ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক আব্দুর রহিমকে কলেজের সভাপতি ও আব্দুল বারিক খোন্দকারকে বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করা হয়েছে।

জানাগেছে- গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দেয়। পরে এডহক কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দেন। ওই নোটিশ মোতাবেক সিরাজগঞ্জ জেলার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুন্নাহ’র নির্দেশে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে তাকে কলেজের এডহক কমিটি মনোনয়ন দিয়েছেন।