ছবি : ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় অভিনব পদ্ধতিতে কাপড়ের ব্যাগে গাঁজা পরিবহনের সময় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গত ১৪ নভেম্বর গভীর রাতে র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র্যাব গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মনতলা এলাকার মো. মীর হোসেন ওরফে রাজু (৩৫) এবং নওগাঁ জেলার বদলগাছী থানার চক জলাল এলাকার মোছা. সনি আক্তার (২১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসার সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের মোবাইল ফোনের মাধ্যমে গাঁজার ক্রয়-বিক্রয়ের যোগাযোগ করা হতো বলে জানা যায়।
র্যাব-১২ সূত্রে জানা যায়, র্যাবের একটি চৌকস দল র্যাব-১২ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকায় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের পাশে অভিযান চালায়। এ সময় তারা কাপড়ের ব্যাগে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ১৯০০ টাকা জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
মতামত