রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ১০ উইকেটের ১০টিই শিকার করে সারা ফেলে দিয়েছেন ভারতীয় পেসার অংশুল কামবোজ। টুর্নামেন্টের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এমন কীর্তি গড়লেন তিনি।
ইনিংসে ১০ উইকেট নিয়েছেন অংশুল কামবোজ।
রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনের খেলায় কেরালার বিপক্ষে ইনিংসে ১০ উইকেট শিকার করেছেন হরিয়ানার কামবোজ। ৩০.১ ওভারে ৯ মেইডেন দিয়ে ৪৯ রান খরচায় ১০ উইকেট শিকার করেছেন তিনি। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে ইনিংসে কারও ১০ উইকেট নেওয়ার ঘটনা ঘটলো তৃতীয়বার, ৩৮ বছর পর।
১৯৫৬-৫৭ মৌসুমে বেঙ্গলের হয়ে খেলা প্রেমাংশু চট্টোপাধ্যায় প্রথমবার গড়েছিলেন এই রেকর্ড। দ্বিতীয় বোলার হিসেবে ১৯৮৫-৮৬ সালে বিদর্ভের বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলে রাজস্থানের প্রদীপ সুন্দরম
রঞ্জিতে তৃতীয় হলেও সব মিলিয়ে ইনিংসে ১০ উইকেট শিকার করা ভারতের ষষ্ঠ বোলার হয়েছেন কামবোজ। রঞ্জির দুইজন বাদে কামবোজের আগে এই কীর্তি গড়া অন্য তিনজন হচ্ছেন অনিল কুম্বলে, শুভাষ গুপ্ত এবং দেবাশীষ মোহান্তি। টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে অবশ্য এখনও পর্যন্ত তিনজন বোলার নিতে পেরেছেন ইনিংসে ১০ উইকেট। প্রথমজন ইংল্যান্ডের জিম ল্যাকার, ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে এই কীর্তি গড়েছিলেন তিনি। কুম্বলে নিয়েছেন ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে দিল্লী টেস্টে। তৃতীয় জন নিউজিল্যান্ডের স্পিনার অ্যাজাজ প্যাটেল, ২০২১ সালে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার মুম্বাই টেস্টে এই রেকর্ড গড়েছিলেন তিনি।
হরিয়ানার বোলার কামবোজ এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপে ভারতের স্কোয়াডে ছিলেন। এছাড়া আইপিএলে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
মতামত