সারাদেশ

সিজার করাতে গিয়ে সন্তানসহ লাশ হয়ে ফিরলেন গৃহবধূ

সিজার করাতে গিয়ে সন্তানসহ লাশ হয়ে ফিরলেন গৃহবধূ

প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:২৯ আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, রাত ৯:৫১

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হিজলি গোপ পাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম (৩৩) এবং তার অনাগত সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে প্রসব বেদনা শুরু হলে তার স্বামী মাসুদুর রহমান দ্রুত তাকে কুড়িগ্রামের গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সকাল সাড়ে ৮টায় তাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তবে অপারেশনের কিছুক্ষণ পরেই চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন। দ্রুত রংপুর নিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা।

রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই আফরোজা এবং তার গর্ভের সন্তানের মৃত্যু ঘটে। হাসপাতালের চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের দাবি, সিজারের আগে এনেস্থেসিয়া প্রয়োগের কারণে আফরোজার অবস্থার অবনতি ঘটে। গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে আইসিইউ সাপোর্ট না থাকায় তার জীবন রক্ষা সম্ভব হয়নি।

নিহতের স্বামী মাসুদুর রহমান বলেন, আমার স্ত্রী ও সন্তানকে বাঁচানোর জন্য সবকিছু করেছি, কিন্তু কিছুই কাজে আসেনি। আমি গ্রীন লাইফে ফিরে গিয়েছিলাম বিচার চাইতে। যেন অন্য কারও সঙ্গে এমনটি না হয়।

হাসপাতালের চেয়ারম্যান ডা. অমিত কুমার বসু বলেন, আমরা রোগীর পরিবারের সঙ্গে কথা বলেছি এবং ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নিহত আফরোজা বেগম এক ছেলে, এক মেয়ে এবং স্বামীকে নিয়ে সুখী পরিবারে বাস করতেন। আরেকটি সন্তান কামনায় নেওয়া উদ্যোগই তার জন্য কাল হলো। বর্তমানে পুরো পরিবার শোকস্তব্ধ, আর এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু বিচার দাবি করছে।