নতুন দায়িত্ব নেওয়া সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগামীকাল বা পরশুর মধ্যে অনেক বড় কোনো সিদ্ধান্তের কথা জানানো হবে। তিনি তার দায়িত্ব গ্রহণের পর কিছু গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ প্রকল্প নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, “আমি খুবই ভাগ্যবান যে আমি একটা গ্রেট টিম পেয়েছি। আমরা কিছু এক্সাইটিং এবং ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছি। আগামীকাল বা পরশুর মধ্যে আপনি এসব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।”
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, তিনি জানতেন না যে সংস্কৃতি মন্ত্রণালয় এতটা সক্রিয়। "আমি মনে করতাম এটি একটি ঘুমন্ত মন্ত্রণালয়, তবে এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে," বলেন তিনি।
তিনি আরও বলেন, "আমার আসার মূল কারণ হচ্ছে নতুন বাংলাদেশের কী ন্যারেটিভ তৈরি করা হবে। এই ন্যারেটিভটা শুধু কথায় হবে না, বরং চলচ্চিত্র, থিয়েটার, গান, এসব মাধ্যমের মাধ্যমে হবে," বলেন তিনি।
ফারুকী জানান, তার লক্ষ্য বাংলাদেশের সংস্কৃতির নতুন একটি ন্যারেটিভ তৈরি করা, যেখানে দেশে বিভিন্ন ধর্ম, ভাষা, জাতিগোষ্ঠী একত্রে বসবাস করে। তিনি আরও বলেন, বিদেশে আমাদের সম্পর্কিত যে উল্টাপাল্টা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেই ন্যারেটিভগুলোকে শক্তিশালীভাবে প্রত্যাখ্যান করা তার কাজ হবে।
ফারুকী জানান, তার দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসন ও দুর্নীতি জায়েজ করা হয়েছে তা তুলে ধরা। তিনি বলেন, "আমরা শুধু দেশেই নয়, দেশের বাইরেও এসব গল্প তুলে ধরতে চাই।" তিনি আরও জানান, "যদি মানুষ জানে কী ঘটেছিল, তাহলে ভবিষ্যতে এটি আর না ঘটানোর চেষ্টা করবে।"
এ সময় গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ সাংবাদিকদের জানান, তারা ১৫ নভেম্বর সারাদেশে প্রতিবাদ সভা আয়োজনের পরিকল্পনা করেছিলেন, তবে মোস্তফা সরয়ার ফারুকী তাদের আশ্বস্ত করার পর তারা ওই কর্মসূচি প্রত্যাহার করেছেন।
তিনি বলেন, "ফারুকী আমাদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন এবং সাংস্কৃতিক চর্চার জন্য মন্ত্রণালয় যা প্রয়োজন, তা করবেন। আমরা তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করা হবে।"
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, যারা উসকানি দিচ্ছে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, “ফেডারেশন পরিষ্কারভাবে জানিয়েছে, তারা শুধুমাত্র শিল্পচর্চা করবে এবং সমাজের দর্পণ হয়ে কাজ করবে, রাজনীতি বা অন্য কোনো বিরোধিতায় অংশ নেবে না।
মতামত