জাতীয়

নিটোরে চিকিৎসাধীন আন্দোলনকারী আহতরা আগারগাঁওয়ে রাস্তা বন্ধ করে দাবি তুললেন

নিটোরে চিকিৎসাধীন আন্দোলনকারী আহতরা আগারগাঁওয়ে রাস্তা বন্ধ করে দাবি তুললেন

প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, রাত ১০:৪৪

রাজধানীর আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে দিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহতরা, যারা বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। বুধবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে তারা একপাশের রাস্তা অবরোধ করেন এবং জানান, উপদেষ্টা না আসা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না এবং হাসপাতালের ভেতরে ফিরেও যাবেন না।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটে তারা সড়ক অবরোধ করেন, যার ফলে শ্যামলীমুখী সড়কে যানজট সৃষ্টি হয়। এ সময় হাসপাতালের গেটের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়, এবং বিকেল ৩টায় সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত হয়।

আন্দোলনের কারণ ও প্রতিবাদ:

হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত আহতদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা কথা বলেন। তবে, যখন সাংবাদিকরা আহতদের সঙ্গে কথা বলতে চান, তখন তাদের সরিয়ে দেওয়া হয়। পরে আন্দোলনকারীরা হাসপাতালের ভিতরে এসে উপদেষ্টার গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের একজন গাড়ির সামনে বসে পড়েন এবং আরেকজন গাড়ির ওপর উঠে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শেষে উপদেষ্টা ও রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে চলে যান।

আন্দোলনকারীদের দাবি:

আন্দোলনকারীদের একজন মো. হাসান বলেন, "আমাদের সামান্য ট্রিটমেন্ট দিয়ে তিন মাস বসিয়ে রাখা হয়েছে। আমার পায়ে নয়টি অপারেশন করা হয়েছে, কিন্তু এখনো সুস্থ হতে পারিনি। আমরা চাই তারা আমাদের সঙ্গে কথা বলুক এবং এক লাখ টাকার ঘোষণা ও ভালো চিকিৎসা নিশ্চিত করুক।"

আন্দোলনরতদের বেশ কয়েকজন জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা শুধু কিছু নির্দিষ্ট রোগীর সঙ্গেই কথা বলেছেন এবং সবাইকে সমান গুরুত্ব দেয়নি, যার ফলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা আরও দাবি করেন, তাদের চিকিৎসার মান উন্নত করতে এবং আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে বিদেশে পাঠানোর জন্য আবেদন জানানো হলেও, তা মান্য করা হয়নি।