সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পাথরাইলে মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হলো পাথরাইল সুপার লীগ (PSL) ২০২৪-এর সমাপনী খেলা।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল আবদুল্লাহ একাদশ এবং রবিউল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে রবিউল একাদশ চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয়।
এই টুর্নামেন্টে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে, যা এলাকায় ক্রীড়া-উৎসবের আবহ সৃষ্টি করে। স্থানীয়ভাবে আয়োজিত এই খেলায় উপস্থিত ছিলেন শামীম হোসেন, শাকিব ও তাহারুলসহ এলাকার বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা। তাদের বক্তব্যে জানা যায়, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা।
আয়োজককারী শামীম হোসেন জানান, এই আয়োজন সম্পূর্ণ নিজেদের অর্থায়নে করা হয়েছে। আগামী বছর আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের, যাতে আরও বেশি শিক্ষার্থী এতে অংশ নিতে পারে এবং সুস্থ মানসিক বিকাশে সহায়ক হয়।
এলাকার কয়েকশো ক্রিকেটপ্রেমী এই টুর্নামেন্ট উপভোগ করতে উপস্থিত হন, যা পাথরাইল অঞ্চলের ক্রীড়াঙ্গনে এক নতুন প্রাণ সঞ্চার করেছে।
মতামত