সারাদেশ

রাণীশংকৈলে ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীশংকৈলে ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, রাত ১০:১০ আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, রাত ১০:৫৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামের উজির আলীর ছেলে জাহের আলী (৩৩)।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোসেনগাঁও ইউনিয়নের কুলিগাঁও গ্রামে সন্ধ্যা ৭টার দিকে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। 

এ সময় জাহের আলীর শয়নকক্ষ থেকে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।