সারাদেশ

তাড়াশে শীতের আগমনে লেপ-তোশক তৈরিতে ব্যস্ততা

তাড়াশে শীতের আগমনে লেপ-তোশক তৈরিতে ব্যস্ততা

ছবি : তাড়াশ উপজেলার হাট বাজারে শুরু হয়েছে লেপ-তোশক তৈরির ধুম


প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, রাত ১০:০২ আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, রাত ১০:০৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাট-বাজারে শীতের প্রস্তুতিতে লেপ-তোশক তৈরির কাজ শুরু হয়েছে পুরোদমে। স্থানীয় কারিগররা তুলা প্রক্রিয়াজাত করতে দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, তারা তুলা স্তুপ করে বিশেষ লাঠির আঘাতে নরম করছেন এবং সেই তুলা কাপড়ের কভারে ঢোকানোর পর সুই সুতার গাঁথুনিতে সেই কভার মজবুত করা হচ্ছে।

তাড়াশ পৌর সদরের বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের দোকানী মজিদ জানান, প্রতি বছর শীতের শুরুতে ক্রেতারা লেপ-তোশক কিনতে ভিড় জমায়। যদিও অন্যান্য সময়ে ব্যবসা তেমন চলে না, তবে শীতেই তাদের পুরো বছরের ব্যবসা হয়ে থাকে। এবারও শীতের শুরুতে লেপ-তোশকের চাহিদা বাড়ার আশায় আছেন তিনি। মজিদ আরও জানান, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় ব্যবসার লাভ আগের মতো নেই। সেইসাথে, বিভিন্ন কোম্পানির রেডিমেড ম্যাট্রেস ও কম্বলের প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের জন্য সামান্য লাভেই কাজ করতে হচ্ছে।

ব্যয়ের দিক থেকে, একটি সিঙ্গেল লেপ তৈরিতে ৮০০-১২০০ টাকা, সেমি লেপে ১২০০-১৫০০ টাকা এবং ভবল লেপে ১৫০০-১৮০০ টাকা খরচ হয়। এতে সুতা, কাপড় এবং শ্রমের ব্যয় অন্তর্ভুক্ত থাকে। তোষক তৈরির খরচ তুলার মান ও পরিমাণের ওপর নির্ভর করে আরও বেশি হয়। এছাড়া শীত ছাড়াও বিবাহ অনুষ্ঠানগুলোতে কিছু লেপ-তোশকের চাহিদা থাকে।