সারাদেশ

তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন ঢাকা থেকে গ্রেফতার

তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন ঢাকা থেকে গ্রেফতার

ছবি : যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন ঢাকা থেকে গ্রেফতার


প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, রাত ৯:৪৬ আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, রাত ৯:৪৯

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকার সাভার এলাকার একটি বাসা থেকে র‌্যাব-১২’র একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করেন। 

পাশাপাশি দুটি মামলার আসামি হওয়ার পর থেকে তিনি গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। পলাতক অবস্থায় ঢাকা থেকে র‌্যাব-১২’র একটি আভিযানিক দলের কাছে এ যুবলীগ নেতা গ্রেফতার হলেন।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে হস্তান্তরের পরপরই থানা পুলিশ গ্রেফতার হওয়া যুবলীগ নেতাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।