সারাদেশ

নবাগত আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান

নবাগত আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান

প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, বিকাল ৪:০৯ আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, বিকাল ৪:১৫

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আত্রাই উপজেলা শাখার উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামাল হোসেনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন ইউনিয়ন পর্যায়ে কিন্ডারগার্টেন স্কুলগুলোর প্রশংসা করেন এবং শিক্ষার মান উন্নয়নে তাদের অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। 

তিনি বলেন, কিন্ডারগার্টেন স্কুলগুলো শিক্ষার গুণগত মান ও সার্বিক উন্নয়নে নিরলস কাজ করছে। শিক্ষার মান উন্নয়নে বাস্তবমুখী শিক্ষা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আত্রাই উপজেলা শাখার সভাপতি ও কলকাকলি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাজেদুর রহমান, সহ-সভাপতি মোঃ জাফর আলী শেখ, সদস্য সচিব উজ্জ্বল সান্যাল, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী সাদেক, অর্থ বিষয়ক সম্পাদক ওহিদুর রহমান এবং কলকাকলি মডেল স্কুল এন্ড কলেজের প্রশাসক আসিফ নেওয়াজ প্রমুখ।