ছবি : কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেফতার
কিশোরগঞ্জ: রেলওয়ে পুলিশ কিশোরগঞ্জের এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের ৭টি আসনের মধ্যে ৩টি টিকিটসহ এক কালোবাজারিকে আটক করেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কালোবাজারি মো. কাউসার মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩টি টিকিট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত কাউসার মিয়া মিঠামইন উপজেলার চমকপুর ঘাগড়া গ্রামের কোরবান আলীর ছেলে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে কাউসার মিয়াকে আটক করা হয়। তিনি বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনের মাধ্যমে কিশোরগঞ্জ টু ঢাকা ট্রেনের টিকিট সংগ্রহ করতেন এবং পরে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের দ্বিগুণ দামে বিক্রি করতেন।
এই বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় কাউসার মিয়ার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। ওসি লিটন মিয়া আরও জানান, টিকিট কালোবাজারি রোধে রেলওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মতামত