জাতীয়

সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল

সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, দুপুর ২:৪৮

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সংবিধান থেকে সমাজতন্ত্র, জাতির পিতা, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন। 

আজ বুধবার (১৩ নভেম্বর) সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেন, সংবিধান থেকে সমাজতন্ত্র, জাতির পিতা, বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতার মতো কিছু বিষয় বাদ দেওয়া উচিত।

তিনি যুক্তি দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে এটি নয় যে, হাজার হাজার মানুষকে গুম করা হবে বা ৬০ লাখের বেশি মানুষকে গায়েবি মামলায় আসামি করা হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যায় দমন-পীড়ন হতে পারে না।

আসাদুজ্জামান বলেন, সংবিধানের ৭খ অনুচ্ছেদের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং আমরা সমাজতন্ত্র বাদ চাচ্ছি।

 তিনি উল্লেখ করেন, শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যায় না, তবে 'জাতির পিতা' হিসেবে তাকে সংবিধানে জায়গা দেওয়া একটি বিতর্কিত বিষয়।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, ধর্ম নিরপেক্ষতা শব্দটি সংবিধানে রাখার প্রয়োজন নেই, কারণ বাংলাদেশে ৯০% মুসলমান বসবাস করে। তিনি বলেন, 'এটি যেভাবে আগে ছিল, সেভাবে চাচ্ছি।

এছাড়া, তিনি পঞ্চদশ সংশোধনীর বিরোধিতা করে বলেন, এটি মুক্তিযুদ্ধের চেতনা, ৯০-এর গণ-অভ্যুত্থান এবং ২৪-এর জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক। এই সংশোধনী বাতিল না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না।