জাতীয়

দেশে ঢালাও মামলার প্রবণতা বিব্রতকর: আইন উপদেষ্টা

দেশে ঢালাও মামলার প্রবণতা বিব্রতকর: আইন উপদেষ্টা

প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, দুপুর ২:৪৫

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "দেশে ঢালাও মামলার প্রবণতা বিব্রতকর এবং এটি সামাল দেওয়ার জন্য আমরা বিচার বিভাগ সংস্কার কমিশনের পরামর্শ নিয়েছি।"

তিনি উল্লেখ করেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলা দেওয়া হতো, তবে বর্তমান সরকার সরকারের পক্ষ থেকে কোনও মামলা দিচ্ছে না। বর্তমানে সাধারণ জনগণ, ভুক্তভোগী, রাজনৈতিক প্রতিপক্ষসহ নানা পক্ষ একে অপরের বিরুদ্ধে ঢালাও মামলা দিচ্ছে, যা আমাদের জন্য খুবই বিব্রতকর।"

আসিফ নজরুল বলেন, "এটি দেশের জন্য একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় আমরা আইনি সংস্কারের কথা ভাবছি। আমাদের প্রত্যাশা, বিচার বিভাগ সংস্কার কমিশন আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ দেবে, যাতে ঢালাও মামলার প্রবণতা নিয়ন্ত্রণে আনা যায়।"

আইন উপদেষ্টা আরও জানান, "উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটি আইনের প্রস্তাবও রয়েছে, যা সমাজে বহুদিন ধরেই দাবি করা হয়েছে। ২০০৮ সালে এ ধরনের একটি আইন হয়েছিল, কিন্তু তা আইনে পরিণত হয়নি। আমরা সেই আইনের আরও যুগোপযোগী সংস্করণ চাই, যাতে ভবিষ্যতে বিচারক নিয়োগ আইনের মাধ্যমে করা যায়।"

গত ৩ অক্টোবর সরকারের পক্ষ থেকে আট সদস্যবিশিষ্ট 'বিচার বিভাগ সংস্কার কমিশন' গঠন করা হয়, যার মাধ্যমে আইনি সংস্কার নিয়ে কাজ শুরু হয়েছে।