চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন থেকে ১৪৩ জন এবং তিউনিশিয়া থেকে ১৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক বাংলাদেশিদের একটি চার্টার্ড বিমানে সকাল সোয়া ৬টায় দেশে নিয়ে আসা হয়। বুরাক এয়ারের মাধ্যমে এসব বাংলাদেশি নাগরিকদের সরকারের খরচে দেশে ফিরিয়ে আনা হয়।
এ ছাড়া, তিউনিশিয়া থেকে ১৮ জন বাংলাদেশি বুধবার ভোর ৫টা ২৫ মিনিটে দেশে ফিরেছেন। তাদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন এবং তারা মানবপাচারকারীদের শিকার হয়ে লিবিয়ায় অবস্থান করছিলেন। লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়ে তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের সহযোগিতায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে। আইওএম প্রত্যাবাসিত প্রতিটি নাগরিককে ৫ হাজার ৪৫০ টাকা (তিউনিশিয়া ফেরত) এবং ৬ হাজার টাকা (লিবিয়া ফেরত) উপহার দিয়েছে, পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এসব নাগরিকদের দেশের পরিস্থিতি সম্পর্কে সচেতন করে বলেন, ভবিষ্যতে যাতে কেউ অবৈধভাবে বিদেশে না যান, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
মতামত