সারাদেশ

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অভিযান


প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, দুপুর ১:৪৯ আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, দুপুর ১:৫৩

নাটোরের লালপুরে অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিএসটিআই। 

মঙ্গলবার (১২ নভেম্বর) লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন এবং বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত জানায়, বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় লালপুর থানা রোডের জিহাদ দইঘর ও লোকনাথ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের বিরুদ্ধে মান যাচাই ব্যাতিত ও লেবেলবিহীন ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) উৎপাদন ও বিক্রয়ের অপরাধে যথাক্রমে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া, ঈশ্বরদী রোডের মিজান ট্রেডার্সকে অস্বাস্থ্যকরভাবে মরিচের গুড়া ও সরিষার তেল উৎপাদন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মিজান ট্রেডার্স থেকে আনুমানিক ১৬০ কেজি মরিচের গুড়া জব্দ করে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন দায়িত্ব পালন করেন।

এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস জানিয়েছে।