সারাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অটো বাইক ছিনতাই চক্র আটক-৬ জন

সিরাজগঞ্জের শাহজাদপুরে অটো বাইক ছিনতাই চক্র আটক-৬ জন

প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, দুপুর ১২:২১ আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, দুপুর ১২:২৩

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১১ই নভেম্বর) দিবাগত রাতে পৌর সদরের আবাসিক হোটেল সিরাজপ্লাজা মার্কেট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— রংপুর জেলা মিঠাপুকুর খোলাসপুর গ্রামের সাত্তারের ছেলে আশরাফুল মিয়া (৩০), নীলফামারী জেলার মন্টু মিয়ার ছেলে শামীম (৩৫), শাহজাদপুর উপজেলার দত্তদরতা গ্রামের মৃত ইউসুফু মোল্লা ছেলে শাহ আলম (৩৫), চরজামিরতা গ্রামের মৃত ছানোয়ারের ছেলে আবু সাইদ (৪৪), কাংলাকান্দা গ্রামের মোঃ আঃ রশিদের ছেলে জুলমত আলী (৪২) ও সিরাজগঞ্জ সদরের হরিপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া (৪২)। 

মঙ্গলবার  দুপুরে এক সংবাদ সম্মেলনে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, গত ১ নভেম্বর সন্ধ্যায় ছিনতাই চক্রটি যাত্রীবেশে অটোবাইক চালক সাওনকে রির্জাভ করে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে নেশা জাতীয় দ্রব্য চালককে পান করিয়ে নগদ টাকা ও মোবাইলসহ অটোবাইক (অটোবাইক) গাড়িটি ছিনতাই করে। 

ঘটনা স্থলে গিয়ে জানা যায় যে, পরবর্তীতে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় অটোচালককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চালকের বোন সাবানা খাতুন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। 

অপরদিকে শাহজাদপুর থানার ওসি আরও জানান, 

তথ্য প্রযুক্তির সহয়তায় ও পুনরায় ছিনতাইয়ের পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রটির ৬ জন সদস্য আটকসহ দুইটি অটোবাইক উদ্ধার করা হয়। আটক আশরাফুল মিয়া ও শামীমের নামে ১৬টি জেলায় বিভিন্ন মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উক্ত ঘটনার জন্য সাবানা খাতুন বলেন,আর কোনো দিন যেনো কেউ এধরণের ঘটনা না ঘটাতে পারে সে জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি!