সারাদেশ

সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া ঢাকায় আটক

সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া ঢাকায় আটক

প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, দুপুর ১২:০৯ আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, দুপুর ১২:১১

কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে (৪০) ব্রাহ্মনকচুরি গ্রামের গীতা রানী বর্মনের বাড়িতে আক্রমণ ও লুটের ঘটনায় ঢাকায় আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ২, সিপিসি- ৩। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের গণমাধ্যম শাখার অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৫ আগস্ট কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার নেতৃত্বে ১০-১৫ জন দুস্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গীতা রানী বর্মনের বাড়িতে আক্রমণ করে। তারা বাড়ি ভাঙচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন এবং নগদ ১৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে।

এ ঘটনায় গীতা রানী বর্মন ২৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত ইদ্রিস মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র‍্যাব জানিয়েছে।