শনিবার (২১ সেপ্টেম্বর) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জে আয়োজিত এক স্মরণ সভায় ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি।
সিরাজগঞ্জের বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর বিএনপির উদ্যোগে এনায়েতপুরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ঐতিহাসিক স্মরন সভার।
স্মরণসভায় বিএনপির সহ প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
স্মরন সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির উপদেষ্টা ডা. এম.এ মুহিত।
মতামত