বাগেহাটের শরণখোলায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত শরণখোলায় হয়েছে।
বুধবার (১ মে বুধবার) সকালে জাতীয় শ্রমিক লীগ শরণখোলা উপজেলা শাখার আয়োজনে পাঁচ রাস্তার মোড় থেকে একটি র্যালি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে শেষ হয়।
মে দিবসের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কালাম, আসাদুজ্জামান স্বপন, জালাল আহম্মেদ রুমি, জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া হাওলাদার সহ আরও অনেকে।
সাবেক চেয়ারম্যান এমএ রশিদ আকন বলেন, শরণখোলা উপজেলার শ্রমিকরা মাথার ঘাম পায় ফেলে ভ্যান, রিক্সা, ইজিবাইক চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পরিবহনে সহায়তা করে। কিন্তু একটি মহল বিভিন্ন অজুহাতে উপজেলার বিভিন্ন এলাকার মোড়ে সিরিয়ালের নামে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা তুলে মাসে কয়েক লক্ষ টাকা চাঁদাবাজি করছে যা অন্যায়। উপজেলা শ্রমিক লীগ সভাপতি হেলাল তালুকদার চাঁদাবাজি বন্ধের আহব্বান জানিয়ে মে দিবসের আলোচনা সভা শেষ করেন।
মতামত