প্রকাশিত : ৯ নভেম্বর ২০২৪, দুপুর ২:১৪ আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, রাত ১২:৫৬
নাটোরের লালপুরে বিছানায় বিষধর সাপের ছোবলে তৃষা (২০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত তৃষা একই এলাকার সোহাগ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরের ভেতরে বিছানায় লেপের মধ্যে সাপ লুকিয়ে ছিল। তৃষা লেপের ভাঁজ খুলতেই বিষধর সাপটি তাকে ছোবল দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।
মতামত