কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাগপাড়া গ্রামে মানবিক সংগঠন রক্তের বন্ধনে শাহেদল-এর উদ্যোগে অসহায় ও সম্বলহীন সোহরাব উদ্দিনের জন্য একটি নতুন ঘর তৈরি করে উপহার দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ৩টায় আনুষ্ঠানিকভাবে সোহরাব উদ্দিনের কাছে ঘরটি হস্তান্তর করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফিরুজ উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি তরুণদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণদের এমন মানবিক কাজকে সাধুবাদ জানাই। তাদের হাত ধরে এলাকায় আরও ভালো কিছু হোক।
রক্তের বন্ধনে শাহেদল-এর এডমিন জনাব জুয়েল মিয়া বলেন, “আমাদের সংগঠন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে এবং সামনেও থাকবে। আসুন সবাই এক হয়ে সুন্দর একটি সমাজ গঠন করি।”
এই উদ্যোগে ঘর তৈরির জন্য উনানব্বই হাজার দুই শত পাঁচ টাকা সংগ্রহ করা হয়। ঘর নির্মাণে ব্যয় হয়েছে আটাত্তর হাজার চারশ পঞ্চাশ টাকা। অবশিষ্ট অর্থ সোহরাব উদ্দিনের হাতে তুলে দেওয়া হয়েছে ছাগল কিনে লালন-পালন করার জন্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দুজ্জামান, জনাব মানিক মিয়া, রক্তের বন্ধনে শাহেদল-এর এডমিন জনাব আরমান হোসেন শুভ, মডারেটর টিআর তানিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
মতামত