সারাদেশ

কালাইয়ে নানা কর্মসূচির মধ্যেদিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কালাইয়ে নানা কর্মসূচির মধ্যেদিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৮ নভেম্বর ২০২৪, রাত ৯:৩৩

জয়পুরহাটের কালাইয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। "আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে" প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব কালাইয়ের কার্যালয়ে জিয়া পরিষদ কালাই থানা শাখার আয়োজনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নিহত ছাত্রজনতার মাগফিরাত কামনা করে দেশের মঙ্গলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই প্রেসক্লাব ও জিয়া পরিষদের সভাপতি মো. আতাউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন। বক্তারা দিবসটির গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে এর তাৎপর্য সম্পর্কে জানার আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান, কালাই প্রেসক্লাবের সভাপতি এটিএম সেলিম সারোয়ার শিপন, সিনিয়র শিক্ষক মো. গোলাম মর্তুজা, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজোয়ান আলী, এ্যাড. মো. আব্দুল রহিম প্রামানিক প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহীদ ছাত্রজনতার মাগফিরাত কামনা করা হয়।