ঢাকা জেলার আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকায় শুক্রবার (৮ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। মিজান গার্ডেনে আয়োজিত এই ক্যাম্পের উদ্যোগ নেন অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান মিজান, যিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং আশুলিয়া থানা বিএনপির সাবেক সভাপতি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়, যা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনস্বরূপ। উদ্বোধনী অনুষ্ঠানে মেজর মিজানুর রহমান বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিলেন বিএনপি নেতা এবং সমাজসেবক দেওয়ান মইনুল ইসলাম মিলন।
ক্যাম্পটি পরিচালনা করছে ওমর'স হেলথ কেয়ার, আর আয়োজনের দায়িত্বে ছিলেন লিটন হোসাইন, সাবেক যুগ্ম আহ্বায়ক আশুলিয়া থানা ছাত্রদল, এবং মাহমুদ আলম (সাগর), সাবেক যুগ্ম আহ্বায়ক আশুলিয়া থানা ছাত্রদল। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মতামত