সিরাজগঞ্জের তাড়াশে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩টি স্রোতিজালের স্থাপনা ধ্বংস এবং ৩ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ৯১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাড়াশ উপজেলার চরকুশাবাড়ি ও মাগুড়া ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ ও সেনাবাহিনীর সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশগুল আজাদ জানান, চায়না দুয়ারী জাল ও স্রোতিজাল জলজ সম্পদের জন্য হুমকি স্বরূপ। এসব জালে প্রবেশ করলে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী আটকা পড়ে, যার ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির মুখে পড়ছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে এবং এ ধরনের জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মতামত