সারাদেশ

ডোমার পৌর বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

ডোমার পৌর বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৮ নভেম্বর ২০২৪, রাত ১২:০৪

"শহিদ জিয়া অমর হোক, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ" এই স্লোগানকে সামনে রেখে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহি জনতার ঐতিহাসিক বিজয় স্মরণে এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৪ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে পৌর বিএনপি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এলাকা থেকে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন-পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুনুর রশীদ বসুনিয়া সজীব, পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মেরাজুল হক, পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান সজিব, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাহিমুজ্জামান রুপক, সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ সামিউল আরেফীন হৃদয় প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় ‘৭৫-এর ৭ই নভেম্বর সিপাহি জনতার ঐতিহাসিক বিপ্লব ও বিজয়ের ইতিহাস সম্পর্কিত আলোচনা করেন বক্তারা।