চট্টগ্রামের সর্ববৃহৎ প্রফেশনাল আইটি প্রতিষ্ঠান ওয়েল-আপ টেকনোলজি জেনারেশন জি এর ১০০ জনকে প্রযুক্তি-নির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ্যাপস ডেভেলপমেন্টের উপর ফ্রী বুট ক্যাম্প প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েল-আপ টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমির আদনান। প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের উম্ম আল-কোরাআন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সাইন্স বিভাগের প্রফেসর প্রকৌশলী এম এম মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন এবং নির্বাহী পরিচালক স্বরূপ কর্মকার নিলয়।
প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন বলেন, তরুণ প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করে তুলতে ওয়েল-আপ টেকনোলজি ১০০ জন জেন জি সদস্যকে ফ্রী প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং দেশে বৈদেশিক মুদ্রা আনতে সহায়ক হবে।
বিশেষ অতিথি স্বরূপ কর্মকার নিলয় বলেন, সরকারি প্রজেক্টের অর্থায়নে চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ওয়েল-আপ টেকনোলজি কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথি প্রকৌশলী মোশাররফ হোসাইন অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, প্রযুক্তি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মমুখী শিক্ষা গ্রহণের সুযোগ কাজে লাগিয়ে উন্নত ভবিষ্যৎ গড়তে হবে।
অনুষ্ঠানের শেষ অংশে, ওয়েল-আপ টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমির আদনান প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম ও তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধির পদক্ষেপ সম্পর্কে জানান।
মতামত