চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার ও আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ দুরুল হোদা, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রধান মোঃ গোলাম মোস্তফা, উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম আবদুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ এবং ইংরেজি বিভাগের প্রভাষক তামান্না তাবাসসুম উর্মি।
অনুষ্ঠানের সমাপনী অংশে ছিলো বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বেতার ও টেলিভিশনের শিল্পীরাও অংশগ্রহণ করেন।
মতামত