জনবান্ধব ও মেধাবী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে পরিচিত শিক্ষানুরাগী সরদার আব্দুল হান্নানকে অভিনন্দন জানিয়েছে মোংলা পোর্ট পৌরসভা। স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগিয়ে কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের ডিও লেটারে (আধা সরকারি সুপারিশ পত্র) অন্যায়ভাবে তাকে বদলী করা হয়। ২০১২ সালের ২০ মার্চ তাকে মোড়েলগঞ্জ পৌরসভায় বদলী করা হলে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিদিন মোংলা থেকে মোড়েলগঞ্জ পৌরসভায় কাজ করতে হয়।
কিন্তু দীর্ঘ কয়েক বছর পর এই দুর্ভোগের অবসান হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত এক আদেশে ২০২৪ সালের ১৭ অক্টোবর তাকে মোড়েলগঞ্জ থেকে মোংলা পোর্ট পৌরসভায় বদলী করা হয়। ৩ নভেম্বর তার যোগদান পত্র গৃহীত হলে ৫ নভেম্বর মোংলা পোর্ট পৌরসভায় প্রথম কার্যদিবসের আনুষ্ঠানিক অফিস করেন তিনি।
এ সময় তাকে পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীসহ মোংলা-রামপাল ছাত্র প্রতিনিধির একটি দল ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানায়। সরদার আব্দুল হান্নান জানান, ২০১২ সালে সাবেক মেয়রের অন্যায় বদলির পর মরণব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত হয়েও তিনি সব ধরনের অন্যায় সহ্য করেছেন। তবে বর্তমান মন্ত্রণালয় তাকে তার পুরনো কর্মস্থলে ফিরিয়ে দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তবে মোংলায় যোগদান করায় আবারও তাকে সরিয়ে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়েছে। তিনি জানান, পৌরসভায় বিগত দিনে ওই মহলটির করা লাগামহীন দুর্নীতি ফাঁস হওয়ার ভয়ে তারা এই অপতৎপরতা চালাচ্ছেন।
মতামত