নীলফামারীর ডোমার উপজেলায় ঢাকা-চিলাহাটি গামী তয়েজ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মফিজুল ইসলাম (৬৫) নামের একজন ঘটনাস্থলে নিহত ও মোঃ মনোয়ার হোসেন (৪৫) নামের একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার ডোমার-চিলাহাটি সড়কের জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজারের বেতগাড়া মেইলের পাড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের ছেলে আলম ইসলাম জানান, তার বাবা বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অটোভ্যান যোগে নিজ বাড়ী থেকে ডোমারের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঢাকা-চিলাহাটি তয়েজ পরিবহন তাদের অটোভ্যানের সামনে থেকে আচমকা ধাক্কা দিলে মফিজুল ইসলাম ভ্যান থেকে ছিটকে পড়ে যান এবং চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। আহত মনোয়ার হোসেনকে পরে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নিহত মফিজুল ইসলাম জোড়াবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দাঁড়কামারি এলাকার শাহার উদ্দিনের ছেলে, এবং আহত মনোয়ার হোসেন একই গ্রামের আমিনুর রহমানের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে অক্ষত রয়েছেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মতামত