'বাল্যবিয়ে রুখবো, সম্ভাবনার আগামীর গড়বো' স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের উদ্যোগে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ডোমার বালিকা বিদ্যা নিকেতন হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, এবং সভাপতিত্ব করেন ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম, অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের জেলা শাখার উপদেষ্টা প্রভাষক মোঃ সোলায়মান আলী, এবং ডোমার উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ। অনুষ্ঠানে শিশু সুরক্ষা সমাজকর্মী আসমাউল হাসান বাল্যবিয়ে ও শিশু অধিকার নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বলেন, বর্তমান সমাজের অন্যতম একটি ব্যাধি হলো বাল্যবিবাহ। অপরিণত বয়সে বিয়ের কারণে মেয়েদের স্বাস্থ্যহানির পাশাপাশি নবজাতকের জন্যও এটি বিপজ্জনক। মেয়েদের বিয়ের সময় যৌতুক প্রথা বন্ধ করতে হবে এবং পরিবারগুলোকে মেয়েদের পড়ালেখায় আরও বেশি বিনিয়োগ করতে হবে।” তিনি আরও বলেন, “বর্তমান যুগে তথ্যপ্রযুক্তির দুষ্টচক্র থেকে মেয়েদের সচেতন ও নিরাপদ থাকতে হবে। আবেগের দুর্বলতার কারণে যেন তাদের সর্বনাশ না ঘটে, সেজন্য পরিবার এবং শিক্ষক-শিক্ষিকাদেরও সচেষ্ট থাকতে হবে।
মতামত