সারাদেশ

সাভারে ভেজাল শিশু খাদ্য তৈরী কারখানায় অভিযান: দুই লাখ টাকা জরিমানা ও বন্ধ ঘোষণা

সাভারে ভেজাল শিশু খাদ্য তৈরী কারখানায় অভিযান: দুই লাখ টাকা জরিমানা ও বন্ধ ঘোষণা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ নভেম্বর ২০২৪, রাত ৯:৪৫

সাভারের তেঁতুলঝোড়া নন্দখালী এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ভেজাল শিশু খাদ্য তৈরী একটি কারখানায় অভিযান চালিয়ে সেটি বন্ধ ঘোষণা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে কারখানা কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে আলোচিত হলমার্ক গ্রুপের ভিতরে অবস্থিত ‘ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল। অভিযান শুরুর সঙ্গে সঙ্গে কারখানা কর্তৃপক্ষ মূল ফটকে তালা লাগিয়ে পালিয়ে যায়। এরপর, কর্তৃপক্ষ তালা ভেঙ্গে কারখানার ভিতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করার পর দেখা যায়, কারখানাটি কাপড়ের রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে এডিবল জেল, আইস ললি, ম্যাংগো ড্রিংকস, লিচি ড্রিংক, অরেঞ্জ ড্রিংকস, ভায়োলেট কালার ফুড, গ্রিন ফুড কালার, লেমন ইয়েলো ফুডসহ বিভিন্ন রঙের ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল বলেন, অনুমোদন বিহীন কারখানায় কোনো ক্যামিস্ট পাওয়া যায়নি এবং তারা বিএসটিআইয়ের লগো ব্যবহার করেছে, অথচ বিএসটিআইয়ের কোন অনুমোদন নেই। ৯ ধরনের ভেজাল শিশুখাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছিল। মোড়কে বিভিন্ন ঠিকানা লেখা ছিল, কিন্তু সবকিছু একই ফ্যাক্টরীতে তৈরী হচ্ছিল। তিনি আরো বলেন, এই কারখানায় অবৈধ প্রক্রিয়ায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন করা হচ্ছিল, যার জন্য তাদের বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা ও জনস্বার্থে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।