রাজশাহীর নবাগত প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার, গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইন অনুযায়ী কাজ করবো, ব্যক্তিগতভাবে কাউকে চিনতে চাই না।
মঙ্গলবার (৫ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করতে চাই। আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে, যেন ক্ষমতার দাপট না দেখায়; অন্যথা আমাদেরও একই পরিণতি হবে।
তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক ও চোখ। এই চোখ যেন একপক্ষে কাজ না করে। জেলা প্রশাসক বিভিন্ন দফতরে অনিয়মগুলো খুঁজে বের করে তা দ্রুত সমাধানের জন্য গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সংবাদ পরিবেশনের পূর্বে তথ্যগুলো সঠিকভাবে যাচাই করার আহ্বান জানান।
মতবিনিময়কালে সাংবাদিকরা রাজশাহীর বিভিন্ন সমস্যা যেমন, খালগুলো উন্মুক্ত করে দেওয়া, বিভিন্ন হাট-বাজার ও বালু ঘাটের ইজারার অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছ হিসাব রাখা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক মো. আফজাল হোসেন, রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব অপু, চ্যানেল আই টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ এবং জেলার বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার ৩ নভেম্বর রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং যশোর জেলায় জন্মগ্রহণ করেন। ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়।
মতামত