সারাদেশ

ইবির ৫ বিভাগের শ্রেণীকক্ষ বন্টন নিয়ে নতুন সিদ্ধান্ত

ইবির ৫ বিভাগের শ্রেণীকক্ষ বন্টন নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ নভেম্বর ২০২৪, রাত ৯:৪০

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৫টি বিভাগের মধ্যে শ্রেণীকক্ষ বরাদ্দ নিয়ে চলমান আন্দোলনের পর মঙ্গলবার সাড়ে ১১টায় অনুষদীয় ডিনের উপস্থিতিতে বিভাগীয় সভাপতিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নতুন কক্ষ বন্টনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে ডিন এবং সভাপতিদের মতবিনিময়ও অনুষ্ঠিত হয়। আগামী শনিবার থেকে প্রতিটি বিভাগ তাদের বরাদ্দকৃত শ্রেণীকক্ষে ক্লাস ও পরীক্ষা শুরু করতে পারবে, এমন তথ্য একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, ভবনটির তৃতীয় তলায় আরবি ভাষা ও সাহিত্য এবং ফোকলোর স্টাডিজ, চতুর্থ তলায় চারুকলা ও ইসলামের ইতিহাস, এবং পঞ্চম তলায় ডেভেলপমেন্ট স্টাডিজ ও ডিন অফিসের জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আমরা সংশ্লিষ্ট সকল বিভাগের সভাপতিদের নিয়ে বসেছি এবং সুষ্ঠু সমাধানের জন্য সিদ্ধান্ত নিয়েছি। কিছু বিভাগের একটু ছাড় দিতে হয়েছে, তবে আপাতত সকল বিভাগ এ সিদ্ধান্ত মেনে নিয়েছে। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, আমরা একসাথে একটি শান্তিপূর্ণ ঐক্যমতে পৌঁছেছি। আগামী এক-দুই দিনের মধ্যে বিভাগগুলো নিজ নিজ কক্ষে স্থানান্তর শুরু করবে।