সারাদেশ

নেছারাবাদ শিক্ষক দম্পতির বাসায় ঢুকে বৃদ্ধা মাকে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট

নেছারাবাদ শিক্ষক দম্পতির বাসায় ঢুকে বৃদ্ধা মাকে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ নভেম্বর ২০২৪, রাত ৯:৩৬

পিরোজপুরে নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী গ্রামে শিক্ষক দম্পতির বাসায় ঢুকে এক বৃদ্ধা শেফালী বেগম (৭২)কে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে, যখন শিক্ষক মো. এনামুল হক মিলন ও তার স্ত্রী রুবিনা রহমান শ্রাবনী স্কুলে ছিলেন। ঘটনার সময় ১০ বছর বয়সী ছেলে তাহজিদ মাদ্রাসা থেকে ফিরে এসে দাদিকে অচেতন অবস্থায় পেয়ে ডাকাডাকি করেন। পরে তার মা বাসায় এসে শাশুড়ির হাত, পা, ও মুখ বাঁধা দেখতে পান। রুবিনা রহমান শ্রাবনী জানান, বাড়ির সবকিছু তছনছ হয়ে গেছে এবং আলমারি ভাঙা ছিল। স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক শেফালী বেগমকে মৃত ঘোষণা করেন। তার অভিযোগ, বাসা থেকে নগদ টাকা ও সাত-আট ভরি স্বর্ণালংকার লুট হয়ে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন অসিম বলেন, ঘটনা ঘটে যখন শিক্ষক দম্পতি স্কুলে ছিলেন এবং তাদের ছেলে মাদ্রাসায়। ইউপি সদস্য মো. বছিদ তালুকদার জানায়, দোতলায় অবস্থানকারী দম্পতির নিচ তলা সম্পূর্ণ হয়নি। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, ঘটনাস্থলে তদন্ত চলছে এবং এটি ডাকাতি কিনা তা নিশ্চিত করা যায়নি।