ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো, গুরুত্বপূর্ণ এবং পবিত্র জায়গা হলো তোমাদের শ্রেণিকক্ষ। তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে কখনোই অনুপস্থিত থাকবেন না।
মঙ্গলবার সকাল ১১টায় ব্যবস্থাপনা বিভাগের নবীনবরণ ও এমবিএ ২০২২ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচ বছর সময়ের সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের সততা, সত্যবাদিতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, এবং ব্যবস্থাপনা বিভাগের এলামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি আবু সায়েম খান। অনুষ্ঠানে অতিথি ও নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং এমবিএ ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী ক্রেস্ট দেওয়া হয়।
মতামত