জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, "একুশ শতকের উপযোগী, মেধাভিত্তিক এবং দখলদারিত্ব মুক্ত রাজনীতি গড়ে তুলতে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। আমরা এমন রাজনীতি করতে চাই, যেখানে শিক্ষার্থীদের অংশীদারিত্ব থাকবে। গেস্টরুম কালচার ও সিট বাণিজ্যের রাজনীতি ছাত্রদল চায় না।"
মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ছাত্রদল অতীতেও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। ছাত্রদলে শৃঙ্খলা বজায় রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত ছাত্রদের মধ্য থেকেই নেতৃত্ব তৈরি হবে, এবং শৃঙ্খলাবিরোধী কাজে কাউকে ছাড় দেওয়া হবে না।
এছাড়া ছাত্র রাজনীতি সম্পর্কে সচেতনতা থাকা জরুরি উল্লেখ করে নাছির বলেন, ছাত্ররাজনীতি বন্ধ করা মঙ্গলজনক হবে না। এটি ফ্যাসিস্ট শক্তির উত্থান প্রতিহত করতে সাহায্য করে এবং যারা গোপনে কাজ করতে চায়, তাদের ইচ্ছা বাস্তবায়ন হতে দেয় না।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত