সারাদেশ

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের নেতার বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের নেতার বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ নভেম্বর ২০২৪, রাত ৯:২৮

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁদাবাজি ও সাধারণ মানুষের জমি জবরদখলের অভিযোগে এই মানববন্ধন আয়োজন করে ভুক্তভোগী আবু সাইদের পরিবার। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচানা গ্রামে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বৈচানা গ্রামের স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, সাইফুল ইসলাম ও তার সহযোগী জাকির হোসেন, আব্দুল আজিজ, সামছুর ইসলাম, আলী আশরাফসহ একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজি ও জমি জবরদখলের কাজে লিপ্ত রয়েছে। গত ৩১ অক্টোবর সকালে সাইফুল ও তার সহযোগীরা আবু সাইদের জমি দখলের উদ্দেশ্যে সেখানে ঘর নির্মাণের চেষ্টা চালায় এবং বাধা দিতে আসা আবু সাইদের পরিবারের সদস্যদের উপর আক্রমণ করে। বক্তারা আরও বলেন, সাইফুল ইসলাম ও তার সহযোগীরা আবু সাইদদের জমির ওপর বেআইনিভাবে দাবি করতে গিয়ে তাদের চাঁদা দেওয়ার প্রস্তাব দেয়। চাঁদা না দেওয়ায় তারা ওই জমির গাছ কেটে ফেলে এবং জোরপূর্বক ঘর বানানোর চেষ্টা করে। ভুক্তভোগীরা সাইফুল ইসলামের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় ও সাতক্ষীরা জেলা কমিটির পাশাপাশি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।