নাটোরের সিংড়ায় কৃষি-প্রধান চলনবিলের মাঠজুড়ে আগাম জাতের আমন ধান কাটার ধুম লেগেছে। চলতি মৌসুমের আমন ধান কাটাকে কেন্দ্র করে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসবেরও সূচনা হয়েছে। চলতি বছরে পর পর দুই দফা বন্যার কারণে বোনা আমনের ফলন কিছুটা কম হলেও রোপা আমনের ভালো ফলন হওয়ায় লাভের আশা করছেন কৃষকরা। সিংড়ার বন্যা-কবলিত এলাকায় সাধারণত নিচু জমিতে বোনা আমন এবং অপেক্ষাকৃত কম নিচু জমিতে রোপা আমন চাষ করা হয়।
উপজেলা কৃষি বিভাগ জানায়, চলনবিল এলাকায় বোনা আমন ধান চাষ কৃষকদের জন্য লাভজনক, কারণ এই চাষে সার ও কীটনাশকের খরচ কম। ফলে কৃষকেরা কম খরচে ভালো লাভের আশা করেন। সরেজমিনে সাতপুকুরিয়া, ইন্দ্রাসন, ডাহিয়া, বেড়াবাড়ি, এবং চৌগ্রামসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকেরা সরসড়িয়া, দিঘা, সাদা দিঘা, কাজল দিঘাসহ নানা জাতের আমন ধান কাটার কাজে ব্যস্ত।
ছোট খোলবাড়িয়া গ্রামের কৃষক আয়েন উদ্দিন জানান, তার ৪০ বিঘা জমিতে রোপা আমন ধান রয়েছে এবং এ পর্যন্ত ১০ বিঘা জমির ধান কেটে ঘরে তুলেছেন। প্রতি বিঘায় ফলন হয়েছে ৭-৮ মণ, যা গত বছরের তুলনায় ১ মণ কম। পরপর দুইবার বন্যার কারণে বোনা আমনের ফলন কম হয়েছে বলেও জানান তিনি।
রোপা আমন ধান কাটাও শুরু করেছেন কৃষকেরা, যারা গত বছরের তুলনায় ফলন ভালো হয়েছে বলে আশাবাদী। তাদের প্রত্যাশা, প্রতি বিঘায় ১২-১৪ মণ করে ফলন পাবেন। আগামী সপ্তাহ থেকে পুরোদমে রোপা আমন ধান কাটার কাজ শুরু হবে।
আয়েশ গ্রামের কৃষক শেখ বাহা উদ্দিন বলেন, বর্তমানে ইরি ধানের মণপ্রতি দাম ১৬৫০-১৭০০ টাকা এবং আমন ধানের দাম ১২০০-১৩০০ টাকা। দাম এমন থাকলে তারা লাভবান হবেন বলে আশা করেন।
তবে কিছু এলাকায় বানের পানি না নামায় নৌকা করে ধান কাটতে হচ্ছে, যা শ্রমিক খরচ বাড়িয়ে দিচ্ছে। সাতপুকুরিয়া গ্রামের কৃষক রউচ উদ্দিন এবং ডাহিয়া গ্রামের কৃষক আলহাজ জানান, নিচু এলাকায় প্রভাবশালীদের খাল দখল ও মাছ ধরার জন্য পানি নামতে দেরি হচ্ছে, ফলে খরচও বেশি হচ্ছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, এ বছর সিংড়ায় মোট ২৯ হাজার ২১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে রোপা আমন ২৩ হাজার ৬১০ হেক্টর এবং বোনা আমন ৫ হাজার ৬০০ হেক্টর। এ বছর ফলন ও দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে। আমন ধান কাটার পর কিছু জমিতে বোরো চাষের আগমুহূর্তে সরিষা ও সবজি চাষের পরিকল্পনা করছেন কৃষকেরা। কৃষি অফিস থেকেও তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।
মতামত