সারাদেশ

সিরাজগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৪ নভেম্বর ২০২৪, রাত ১০:২৯

সিরাজগঞ্জে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে সাম্য ও মানবিক সামাজিক বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় শহীদ এম. মুনসুর আলী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, আর সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আহসান ইয়াহিয়া, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জাব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ প্রমুখ। বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং উল্লেখ করেন যে ১৯৭১ সালে জাতির আশা হয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ মুক্তি পেয়েছিল। বক্তারা আরও বলেন, চলমান আন্দোলনের চূড়ান্ত পরিণতি হিসেবে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হবে। তারা বলেন, শেখ হাসিনা নাকি পালান না, তবে অতীতে তিনি স-পরিবার দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন যা জাতির জন্য লজ্জার বিষয়। সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।