সারাদেশ

কিশোরগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কিশোরগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৪ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:০১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার দুইজন হলেন মো. শফিকুল ইসলাম (৪৫), নারান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, এবং মো. নাজমুল হুদা রুবেল, বুরুদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। শনিবার, ২ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তিনি জানান, গত ২০ জুলাই সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত পলাতক আসামিরা, মো. শফিকুল ইসলাম ও মো. নাজমুল হুদা রুবেলসহ অন্যান্য আসামিরা অবৈধভাবে সজ্জিত হয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া বাজার সংলগ্ন ডাকবাংলো মোড় ও বটতলা এলাকায় ছাত্র জনতার মিছিলে হামলা করে। এতে বাদী মোস্তফাসহ বেশ কিছু ছাত্র গুরুতর আহত ও গুলিবিদ্ধ হন। এই ঘটনায় মো. মোস্তফা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে পলাতক দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে। এছাড়া ওই মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।