সারাদেশ

সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সাথে সাইদুর রহমান বাচ্চুর মতবিনিময় সভা

সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সাথে সাইদুর রহমান বাচ্চুর মতবিনিময় সভা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ নভেম্বর ২০২৪, রাত ১০:২০

সিরাজগঞ্জে সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে নবগঠিত আহব্বায়ক কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এস. এস. রোডের এফ এম কমপ্লেক্সের তৃতীয় তলায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। আহ্বায়ক কমিটির সভাপতি ডায়মন্ড মেডিকেলের স্বত্বাধিকারী মো. ফখরুল ইসলাম তালুকদার রাকিবের সভাপতিত্বে ও কার্তিক চন্দ্র বর্মনের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান ও দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। বক্তারা বলেন, সিরাজগঞ্জের ওষুধ ব্যবসায় সমিতি সকল সদস্য একসাথে কাজ করে সাধারণ মানুষের সেবার মান আরও উন্নত করবে। প্রতিটি মানুষের জীবনের অপরিহার্য অংশ হচ্ছে ওষুধ। ড্রাগিস্টস এন্ড কেমিস্ট সমিতির আহব্বায়ক ফখরুল ইসলাম তালুকদার রাকিবের নেতৃত্বে এই সংগঠন আরও এগিয়ে যাবে। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সোহেল ড্রাগ হাউজের সোহেল মাহমুদ, মিতু মেডিকেল হলের নিয়ামুল হক রাব্বি, রুমি মেডিকেল হলের মো. নজরুল ইসলাম, স্মৃতি মেডিসিন কর্ণারের শিবলী সাদিক, নিউ মিতু মেডিক্যাল হলের শামীম রেজা দুলালসহ শহরের অন্যান্য সম্মানিত দোকান মালিকগণ।