ফরিদপুরের সালথা উপজেলায় আটঘর ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতারা বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে দায়েরকৃত হত্যার মামলা প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন।
গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কৃষকদল নেতা কবির ভুঁইয়া (৬৫) নিহত হন। এই ঘটনার পর শামা ওবায়েদ ইসলাম রিংকুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে গৌড়দিয়া বাজারে আটঘর ইউনিয়ন বিএনপি ও যুবদলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে নেতারা এই মামলা প্রত্যাহারের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আটঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খান এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান খান। সমাবেশে বক্তব্য দেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদুর রহমান, সাধারণ সম্পাদক আলী মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক রাশেদ মৃধা, উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম, সাইফুল খান, শহিদুল ইসলাম, মানোয়ার হোসেন, কালাম মাতুব্বরসহ ছাত্রদলের নেতারা।
বক্তারা বলেন, ঘটনার দিন শামা ওবায়েদ এলাকায় উপস্থিত ছিলেন না। এরপরও তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে নগরকান্দা থানা ঘেরাও করা হবে।
মতামত